শিরোনাম

আন্দোলনে নিহতদের খোঁজখবর নিতে দুমকীতে বিএনপির প্রতিনিধিরা

Views: 32

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ঢাকায় নিহত পটুয়াখালী জেলার দুমকীর মো. মিলন হাওলাদার ও মো. জসিম উদ্দিন হাওলাদারের পরিবারের খোঁজখবর নিল কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল।

নিহতদের কবর জিয়ারতসহ এসব পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রতিটি হত্যার বিচার দাবি করেন তারা।

এ সময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, জেলা বিএনপির আহবায়ক আবদুর রসিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মদন হাওলাদার বাড়ির নিহত মো. মিলন হাওলাদারের কবর জিয়ারত শেষে তার বাবা হোছেন হাওলাদারের সঙ্গে কথা বলেন। এ সময় পারিবারিক খোঁজখবর নেওয়া হয়। দুপুর ১টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের সোবহান হাওলাদারের ছেলে নিহত মো. জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তার মা-বাবা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়া হয়।

পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার দাবি জানান এই নেতারা। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিবারদের মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তারা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *