শিরোনাম

‘আন্দোলন-আন্দোলন খেলার জন্য এত মানুষ জীবন দেয়নি’: তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

Views: 3

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলনের নামে যারা চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মন্তব্য করেন, “আন্দোলন-আন্দোলন খেলার জন্য কিংবা গোষ্ঠীস্বার্থ রক্ষার উদ্দেশ্যে এত মানুষ জীবন দেয়নি।”

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্যসহ একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। সেখানে তিনি প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মচারীদের সতর্ক করে বলেন, “আন্দোলনের নামে যারা চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”

একটি ভিডিও বার্তায় মো. নাহিদ ইসলাম বলেন, “এখন জনগণকে সেবা দেওয়ার সময় এবং গণতান্ত্রিক ট্রানজিশন সফল করতে সহায়তা করার সময়। রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে। তবে আন্দোলনের নামে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তা নৈতিকতার বাইরে এবং চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন।”

তথ্য উপদেষ্টা আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের যেসব আমলা এখনও লুকিয়ে আছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “খুব শিগগিরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *