শিরোনাম

আফ্রিকায় খরার কবলে ৭ কোটি মানুষ

Views: 20

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রায় ৭ কোটি মানুষ খরার কবলে পড়েছে। এল নিনোর প্রভাবে সেখানে কোনো ফসল জন্মাচ্ছে না। গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)।

১৬টি আফ্রিকান দেশের প্রধান শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠকে বসেছিল। সেখানে তারা খরা পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেন।

চলতি বছর শুরুর দিকে খরা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ফসল ও গবাদিপশু উৎপাদন। দেশজুড়ে দেখা দেয় খাদ্যসংকট। প্রভাব পড়ে বৃহত্তর অর্থনীতিতেও।

এসএডিসির নির্বাহী সচিব ইলিয়াস মাগোসি বলেন, এই অঞ্চলের ১৭ শতাংশ মানুষ খরার কবলে, সংখ্যায় যা ৬ কোটি ৮০ লাখ। তিনি বলেন, ‘এ বছরে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। যার প্রভাব পড়েছে আবহাওয়ায়।

জাতিসংঘ বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চল বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক ফেব্রুয়ারি দেখেছে এবার। ওই অঞ্চল এবার স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ২০ শতাংশ পেয়েছে। তাপমাত্রাও গড়ের চেয়ে কয়েক ডিগ্রি বেশি ছিল।

খরার কারণে দক্ষিণ আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *