চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রায় ৭ কোটি মানুষ খরার কবলে পড়েছে। এল নিনোর প্রভাবে সেখানে কোনো ফসল জন্মাচ্ছে না। গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)।
চলতি বছর শুরুর দিকে খরা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ফসল ও গবাদিপশু উৎপাদন। দেশজুড়ে দেখা দেয় খাদ্যসংকট। প্রভাব পড়ে বৃহত্তর অর্থনীতিতেও।
জাতিসংঘ বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চল বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক ফেব্রুয়ারি দেখেছে এবার। ওই অঞ্চল এবার স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ২০ শতাংশ পেয়েছে। তাপমাত্রাও গড়ের চেয়ে কয়েক ডিগ্রি বেশি ছিল।
খরার কারণে দক্ষিণ আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া।