মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই। দলের সর্বোচ্চ ৫১ রান করেছেন শিবম দুবে। এ ছাড়া ২০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র।
জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এ ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। যার খেসারত দিয়েছে দল। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন, দীপক চাহার, মুস্তাফিজ এবং তুষার দেশপান্ডে।
গত বারের ফাইনালে হারের বদলা নিতে পারল না গুজরাট। জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারের কোনও ব্যাটারই দলকে ভরসা দিতে পারলেন না। শুরুতেই অধিনায়ক শুভমানের উইকেট হারায় গুজরাট। তাকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন দীপক চাহার।
ঋদ্ধিমান সাহা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২১ রান করে ফিরে গেছেন। পাওয়ারপ্লেতে দুই উইকেট তুলে নিয়ে চেন্নাইকে দারুণ শুরু এনে দেন চাহার।
আগের ম্যাচে নিজের প্রথম ওভারেই জোড়া সাফল্য পেয়েছিলেন মুস্তাফিজ। যদিও আজ গুজরাটের বিপক্ষে শুরুটা রাঙাতে পারেননি। নিজের কোটার প্রথম দুই ওভারে ২৩ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি। টাইগার পেসারের ঘাটতি পুষিয়ে দিয়েছেন চেন্নাইয়ের বাকি বোলাররা।
চতুর্থ উইকেটে ডেভিড মিলার এবং সাই সুদর্শন বড় জুটি গড়ার চেষ্টা করলেও সেটা হতে দেননি ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। মিলারকে ফেরানোর পর দ্রুত সময়ে আজমতউল্লাহ ওমরজাইকেও ফেরান তিনি।
গুজরাটের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা লড়াই করে গেছেন সাই সুদর্শন। সর্বোচ্চ ৩৭ রান এসেছে সুদর্শনের ব্যাট থেকে। বিপজ্জনক হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়েছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাথিশা পাথিরানা। এদিকে, নিজের প্রথম স্পেলে ভালো করতে না পারলেও শেষদিকে ঠিকই জ্বলে উঠেছেন মুস্তাফিজ। ১৭ তম ওভারে দুর্দান্ত স্লোয়ারে সাজঘরে ফেরান আফগানিস্তানের বিধ্বংসী ব্যাটার রশিদ খানকে। ওই ওভারে খরচ করেন মোটে ১ রান। নিজের ম্যাচের ১৯তম ওভারে নিজের কোটার শেষ ওভারটা করতে এসেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাটের শেষ ব্যাটার রাহুল তেওয়াটিয়াকে দারুণ এক কাটারে সাজঘরে ফিরিয়েছেন তিনি। চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচেই তুলে নিলেন ৬ উইকেট।
এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় চেন্নাই। বিশেষ করে রাচিন রবীন্দ্র এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দেন। তবে সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। রশিদ খানের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ২০ বলে করেছেন ৪৬ রান। তাতে ভাঙে ৬২ রানের জুটি উদ্বোধনী জুটি।
আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকেও এসেছে ঠিক ৪৬ রান। তবে অধিনায়ক কিছুটা ধীর গতিতে ব্যাটিং করেছেন। এই ইনিংস খেলেছেন ৩৬ বলে। তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আজিঙ্কা রাহানে। এই অভিজ্ঞ ব্যাটার ১২ বলে ১২ রান করে সাজঘরে ফিরেছেন।
দুই ওপেনার হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ছুঁতে পারেননি। সেই আক্ষেপের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছেন শিবম দুবে। চারে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই অলরাউন্ডার। ২২ বলে করেছেন ব্যাক্তিগত ফিফটি। মাইলফলক ছুঁয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরেছেন ২৩ বলে ৫১ রান করে।
শেষদিকে পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করতে পারেননি ড্যারিল মিচেল। ২০ বলে করেছেন অপরাজিত ২৪ রান। তবে সামির রিজভীর ৬ বলে ১৪ রান করেছেন। সবমিলিয়ে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় চেন্নাই।