শিরোনাম

আবার ‘রুমা ভাবি’ হয়ে ফিরছেন

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক: ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’–এ ‘রুমা ভাবি’ চরিত্রে দর্শক পরিচিতি পেয়েছিলেন তানজিকা আমিন। গত বছর শেষ হয় সেই ধারাবাহিক। এটির সিকুয়েল বানানোর উদ্যোগ নিয়েছেন পরিচালক সাগর জাহান। ইতিমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকে রুমা ভাবি চরিত্রে আবার ফিরছেন তানজিকা আমিন।
তানজিকা আমিনকে ধারাবাহিক নাটকে খুব বেশি একটা দেখা যায় না। জানালেন ‘সিটি লাইফ’ নামে একটিমাত্র নাটক এখন চলছে। এর মধ্যে অন্য কোনো ধারাবাহিকে নাম লেখাননি। কিন্তু ‘রুমা ভাবি’ চরিত্রটিকে ফিরিয়ে দিতে পারেননি। এই চরিত্র নিয়ে দর্শকের কাছে এখনো প্রশংসা পান। রুমা ভাবিকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়। সবার বিপদে পাশে দাঁড়ানো এই মানুষ নিজেই একসময় বিপদে পড়ে।

তানজিকা আমিন বলেন, ‘অনলাইন অফলাইন প্রচারের পর ব্যাপক সাড়া পেয়েছি। বাইরে বের হলেই বুঝতাম নাটকটির দর্শকপ্রিয়তা রয়েছে। আমার চরিত্রটি নিয়েও দর্শকেরা কথা বলতেন। যে কারণে এবার পরিচালক দ্বিতীয় কিস্তি নিয়ে কথার বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নাটকে আমার যে চরিত্র দর্শক পছন্দ করেছেন, সেটার সঙ্গে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর নাটকের টিমটাও আমার অনেক পছন্দের ছিল। এ কারণে ধারাবাহিকটির শুটিংয়ে ফিরেছি।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *