শিরোনাম

আব্দুর রশিদ মিয়া কলেজে’র নতুন এডহক কমিটি গঠিত

Views: 45

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা বাউফল উপজেলা কাছীপাড়া আঃরশিদ মিয়া ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি হয়েছেন

কাছিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ভিপি, ডাকসু মিলনাতয়ন সম্পাদক, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জনাব এ এসএম মুনির হোসেন মুনির ও
জনাব মঞ্জুর কাদের সদস্য হয়েছেন ৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ০২.১০.২০২৪ ইং তারিখ স্বাক্ষরিত পত্রে ( স্মারক নং-INSO2-6/00010/2016/1514/3585) বলা হয়েছে – আব্দুর রশিদ মিয়া কলেজের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেয়া হলো।

এ এডহক কমিটির মেয়াদ ০১.০৪.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং – ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষন করেন বলে পত্রে উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *