শিরোনাম

আমতলীতে ওয়াকফ্ জমিতে অবৈধভাবে ডেইরি ফার্ম নির্মাণ – প্রশাসনের সহায়তা দাবী ভুক্তভোগীদের

Views: 51

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আমতলী উপজেলার গুলাইশাখালী ইউনিয়নে ওয়াকফে জমিতে অবৈধভাবে ডেইরি ফার্ম নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রভাবশালী ব্যবসায়ী রিপন আকন ওয়াকফে এস্টেটের জমি দখল করে সেখানে স্থায়ী পাকা ঘর নির্মাণ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আলী আহমদ তালুকদার তাঁর ৩ একর ২৬ শতক জমি ওয়াকফে দান করেছিলেন। এ জমির দেখভাল করছেন মোতয়াল্লি মোস্তফা তালুকদার, কিন্তু তিনি স্থানীয় ব্যবসায়ী রিপন আকনের সাথে অবৈধ চুক্তির মাধ্যমে ৫৭ শতক জমি দখল করেছেন।

ভুক্তভোগী আরিফ তালুকদার অভিযোগ করেন, “মোতয়াল্লি জমি শুধুমাত্র কৃষি কাজের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু স্থায়ী নির্মাণ সম্পূর্ণ ওয়াকফের নিয়মবিরোধী।” তিনি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

অভিযুক্ত রিপন আকন দাবি করেন, তিনি জমিটি লিজ নিয়ে ব্যবহার করছেন, তবে লিজের বৈধতা নিয়ে প্রশ্নের জবাব দেননি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম জানান, অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এবং অবৈধ নির্মাণ বন্ধ করার প্রক্রিয়া চলছে।

এদিকে, ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছেন। তারা বিশ্বাস করেন যে, যদি প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়, তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *