বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার পুড়িয়ে দিয়েছে। উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামে গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে দশ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হারভেস্টারের মালিক ফাতেমা খাতুনের।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা তাদের। হারভেস্টারের মালিক ফাতেমা জানান, ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা তার আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। মেটাল এগ্রিটেক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক নাসির উদ্দিন বলেন, গ্রাহক যাতে ক্ষতিপূরণ পান সে ব্যাপারে সহযোগিতার চেষ্টা করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।