বরিশাল অফিস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু আমতলী পৌরশহরে গনসংযোগ শেষে এক পথসভা করেছেন।
আজ সকাল ১০টায় আমতলী ফেরীঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে শুরু হওয়া গণসংযোগ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় বাধঘাট চৌরাস্তায় তিনি এক পথসভায় বক্তব্য রাখেন। বাংলাদের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ¦ এবিএম আসমত আলী আকন, আমতলীর উপজেলার সাবেক সাংসদ নিজাম উদ্দিন আহমেদ তালুকদার, সাবেক সাংসদ মজিবুর রহমান তালুকার,নআমতলী উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম মাহাবুবুল আলম ঝন্টু তালুকদার, আবদুল মান্নান মৃধা ও আমতলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম দেলওয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময়ে গোলাম সরোয়ার টুকু বলেন, আমি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি। ছাএ রাজনীতি থেকে বেরে উঠেছি আমার স্কুল ও কলেজ জীবনে ছাএলীগের সভাপতি থেকে পরপর দু’বার বরগুনা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি। আমি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন শেষে বিশ্ববিদ্যালয়ে থাকার সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ফের যখন জেলা আওয়ামী লীগের রাজনিতীতে সমৃক্ত হয়েছি আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি সর্বশেষ বিগত জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমাকে জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, উৎপাদন উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার মনোনয়ন দেবেন আমরা তার হয়ে কাজ করব। আজকের এই কর্মসূচীতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাএলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।