মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়া উপজেলার আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উপকূলীয় সদস্য সচিব ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, গণমাধ্যমকর্মী ছগির হোসেন, আমরা কলাপাড়াবাসীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আল ইমরান, সাবেক সভাপতি নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ।
অতিথিরা বলেন, পরিষ্কার – পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আজ আমরা কলাপাড়াবাসীর আয়োজনে সদস্যরা হেলিপোর্ট পরিষ্কার করছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা কলাপাড়াবাসীর ভালো কাজগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক সবার মধ্যে।