জুলাই বিপ্লবের ঘোষণা প্রদানের লক্ষ্যে গণমানুষের কাছে ছুটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। এই আন্দোলনে দেশের প্রত্যেক মানুষ অংশগ্রহণ করেছে এবং আমরা বিশ্বাস করি যে এই ঘোষণাপত্র জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
তিনি আরও বলেন, “আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।” এর মাধ্যমে তারা দেশের সকল প্রান্তে জনগণের মধ্যে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে চান।
হাসনাত আবদুল্লাহ জানান, এই আন্দোলন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জনসাধারণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”