শিরোনাম

আমার কাছে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই : এসএম জাকির হোসেন

Views: 47

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান। আমি সকলের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

বুধবার (২৭ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের সাধারন মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসএম জাকির বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ইনশাআল্লাহ আপনাদের নিরাশ করবো না। বরিশাল সদর উপজেলার উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবো।

কুশলবিনিময়কালে এসএম জাকির হোসেনকে পেয়ে কাছে নেয় আশ্রায়ন প্রকল্পের নিন্ম আয়ের মানুষগুলো। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন এসএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাড.আবুয়াল মাসুদ মামুন, ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মিরন, চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য শীষ মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *