বরিশাল অফিস :: আমি কারও উন্নয়নের উদাহরণ দিতে চাই না, আমার উদাহরণ আমি নিজেই।” গতকাল শনিবার বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা শহীদ খান সড়কের দুই প্রান্তে দুইটি নাম ফলক (ম্যুরালসহ) নির্মান কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন,মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, বরিশাল সিটি এলাকার যেভাবে উন্নয়ন হওয়া উচিৎ ছিল তা বিগত ১০ বছরেও হয়নি। তাই বর্তমানে নগর উন্নয়নের বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখছি। নগর উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের সাথে সাথে বিভিন্ন দাতা সংস্থার সাথেও যোগাযোগ করছি।
শনিবার বেলা ১১ টায় সাবেক অক্সফোর্ড মিশন রোডের নতুন নামফলকের উদ্বোধন শেষে পায়ে হেটে সড়কটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন সিটি মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও শহীদ খানের ছোট ভাই আমিনুল ইসলাম খান, সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক কাজী মিজানুর রহমান, সিকদার সিরাজুল ইসলাম, কবির সিকদার, দৈনিক শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম।