শিরোনাম

“আমি রংপুরের একজন উপদেষ্টা মনে করি নিজেকে: ড. ইউনূস”

Views: 8

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণে নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার তেজগাঁও কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে ড. ইউনূস বলেন, “আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে মনে করবেন।”

এসময়, প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে। সনদটি গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া, উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

ড. ইউনূস আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, ৯ আগস্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ড. ইউনূস রংপুরের উত্তর জেলা বাবনপুর গ্রামে আবু সাঈদের বাবা-মায়ের সাথে দেখা করেছিলেন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন।

অধিকারিকদের সাথে পরবর্তীতে ৬ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবু সাঈদের দুই ভাইয়ের সঙ্গে ড. ইউনূস সৌজন্য সাক্ষাৎ করেন। এতে, শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *