চন্দ্রদ্বীপ ডেস্ক: গত মাসেই ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। টাইব্রেকারের পর টস কাণ্ডে সেই টুর্নামেন্টে প্রথমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে সৃষ্টি হওয়া ঝামেলা মেটাতে যুগ্ম শিরোপা দেওয়া হয়েছিল দুই দলকেই। এক মাস পর সাফের আরেকটি নারী টুর্নামেন্টে দুই দলই এককভাবে শিরোপা চায়। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হবে বাংলাদেশ–ভারত। কাঠমান্ডুতে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ম্যাচটি শুরু হবে।
গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল। ফলে ফাইনালে মানসিকভাবে খানিকটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বিষয়টি নিয়ে সেভাবে ভাবছেন না, ‘ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যেকোনো কিছু হতে পারে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’