চন্দ্রদীপ ডেস্ক : ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী শনিবার নিশ্চিত করে, ১৮ ফেব্রুয়ারি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে গেছে।
হুতি নেতৃত্বাধীন সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘ইয়েমেন আরো ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেবে এবং ব্রিটেনের তালিকায় যেকোনো প্রতিক্রিয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতি যোগ করা হবে। এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র, যেটি ইয়েমেনে আক্রমণ করে এবং গাজার বেসামরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হয়।
সূত্র : রয়টার্স।