শিরোনাম

আর্থিক খাতে সেরা ৩ উদ্ভাবন পেল কোটি টাকা পুরস্কার

Views: 35

আর্থিক লেনদেনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে উদ্ভাবনী আইডিয়ার জন্য তিনটি প্রতিষ্ঠানকে কোটি টাকা পুরস্কার প্রদান করেছে ফিনল্যাব বিডি। এটুআই, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ) এবং মাইক্রোসেভ কনসাল্টিং (এমএসসি) এর যৌথ উদ্যোগ হলো ফিনল্যাব বিডি।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: মামুনুর রশীদ ভূঁইয়া।

আর্থিক খাতে সেরা আইডিয়া দিয়ে পুরস্কার পাওয়া এই তিন উদ্ভাবক হলো- ডানা ফিনটেক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও আপন ওয়েলবিয়িং। উদ্ভাবনী আইডিয়ার জন্য ডানা ফিনটেককে ৭৫ লাখ টাকা, এমটিবিকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা এবং আপন ওয়েলবিয়িংকে ৫০ লাখ টাকার ডেমো চেক প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক-এর সার্বিক তত্ত্বাবধানে আইডিয়াগুলো পরীক্ষণ ও বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরো ত্বরান্বিত করতে হলে আর্থিক সেবাখাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং নতুন নতুন ফিনটেক প্রোডাক্ট উদ্ভাবন অত্যন্ত জরুরি। এটুআই প্রকল্প সবসময় উদ্ভাবনী সংস্কৃতি ধারণ করে এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের সুযোগ করে দিতে চায়। আর্থিক অন্তর্ভুক্তির জন্য দেশের ইকোসিস্টেমের সঙ্গে উদ্ভাবনের সম্পর্ক তৈরি করতে হবে। যদি আমরা পেমেন্ট সিস্টেমকে ক্যাশলেস করতে পারি তাহলে নাগরিক সেবাগুলো আরও প্রান্তিক পর্যায়ে নেয়া ও আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা সম্ভব হবে। এগুলো বাস্তবায়ন করা গেলে সরকার যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। সবার সহযোগিতায় একটি বৈষম্যহীন আর্থ-সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ ব্যাংক।’

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ বলেন, ‘বীমা সেবা, জনশক্তি ও বিনিয়োগের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আর্থিক সেবা পাওয়ার সুবিধা মানুষের জীবনযাত্রার মান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে কাজ করাকে মেটলাইফ অগ্রাধিকার দিয়ে থাকে। ফিনল্যাব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে আমাদের সহায়তা দিতে পেরে আনন্দিত।’

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: মামুনুর রশীদ ভুঁইয়া বলেন, ‘ফিনান্সিয়াল ইনোভেশন ল্যাব (ফিনল্যাব বিডি) একটি মহৎ উদ্যোগ। যা নতুন নতুন ফিনটেক প্রোডাক্ট উদ্ভাবন এবং পাইলটিং এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণকে ত্বরান্বিত করবে এবং আমি বিশ্বাস করি, ফিনল্যাব বিডি কর্তৃক আয়োজিত ফিনটেক ইনোভেশন চ্যালেঞ্জ-২২ এর মাধ্যমে নির্বাচিত উদ্ভাবকরা নতুন ফিনান্সিয়াল ইনোভেটিভ প্রোডাক্ট তৈরির সুযোগ পাবে, যা নারীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আর্থিক অভিগম্যতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।’

ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেইন বলেন, ‘এটুআই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনকে সহযোগিতা করে এসেছে। উদ্ভাবনসুলভ এই কাজটা করে যাওয়ার জন্য এটুআইকে ধন্যবাদ। এ ধরনের আয়োজন উদ্ভাবকদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া আসবে। এর মধ্য দিয়ে দেশের পিছিয়ে থাকা মানুষরা আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবেন। প্রযুক্তির সহযোগিতায় অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস সমাজ গঠন সম্ভব হবে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *