চন্দ্রদ্বীপ ডেস্ক: ব্যাংক খাতে দ্বৈত শাসন ঠেকানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি চায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তি করে মন্ত্রী পদমর্যাদা দেওয়া, ডেপুটি গভর্নর পদ নিয়মিত পদ দিয়ে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহ ও ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ।
তারা বলেন, বিগত দুইজন গভর্নর বিভিন্ন সুবিধা কমিয়েছে। এসব সুবিধা পুনর্বহাল করতে হবে।