শিরোনাম

আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: শায়খে চরমোনাই

Views: 13

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যুগে যুগে এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়ে বারবার আন্দোলন করেছে এবং মানবতার শত্রুদের পরাজিত করার চেষ্টা করেছে। কিন্তু স্বাধীনতার পরও মানুষ হতাশায় নিমজ্জিত হয়েছে। বর্তমানে আমরা আবারও দেখতে পাচ্ছি, চাদাবাজি ও দখলদারিত্বের মতো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা এমন বাংলাদেশ চাইনি।

শনিবার ( ১১ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বরিশাল মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার আওতাধীন মুলাদী থানা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কেউ একমুঠো খাবারের জন্য ডাস্টবিনে লড়াই করবে না। যেখানে জেলে, তাতী, কুমার, কামারের অধিকার সুনিশ্চিত হবে। চোর ও দুর্নীতিবাজদের মাধ্যমে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সুতরাং জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্নীতিবাজ, চোর, ধর্ষকদের প্রতিহত করতে হবে।

শায়খে চরমোনাই আরও বলেন, স্বাধীনতার পর এদেশে বহুবার ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষ এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারের শোষণে শোষিত হয়েছে। তিনি নতুন করে চাঁদাবাজ ও দখলদারদের হুঁশিয়ার করে বলেন, বিগত সন্ত্রাসীরা পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু নতুন সন্ত্রাসের জন্ম হলে পালানোর পথও তারা খুঁজে পাবে না।

মুলাদী থানা শাখার সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *