শিরোনাম

আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Views: 41

চন্দ্রদীপ ডেস্ক : বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। পাকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হতো না, বাংলাদেশকে মেলাতে হতো নেট রানরেটের হিসাবও। যদিও কঠিন সেই সমীকরণ সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদেরকে ১৫৫ রানে আটকে রাখে জীবন-বর্ষণরা। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ৩৮.১ ওভারের মধ্যে করতে হতো ১৫৬। তবে সেই রানটুকুও করতে পারেনি ব্যাটাররা। ৫ রানের হারে সেমিফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় অনূর্ধ্ব-১৯ দলের। পাকিস্তানের বোলিং তোপে ১৫০ রানে অলআউট হয়ে যুব বিশ্বকাপ থেকে বিদায় নেয় রাব্বির দল।

১৫৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিলেন দুই ওপেনার। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় যুবারা। ১২ বলে ১৯ রান করা জিসানকে ফেরান উবায়েদ শাহ। জিসানকে ফেরানো উবায়েদই নিজের পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার আশিকুর রহমানকে। ১১ বলে ৪ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। ৩০ বলে ২০ রান করা রিজওয়ানকে ফেরান আলী রাজা। এতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এক পর্যায়ে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। যদিও সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে আশার আলো দেখান শিহাব জেমস ও অধিনায়ক রাব্বি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *