চন্দ্রদ্বীপ ডেস্ক :: বছরের পর বছর ধরে সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা ভোক্তাদের মুক্তি মিলবে মাত্র ৭ দিনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি নতুন বিপণন মডেল তৈরি করেছেন সরকারের একজন আমলা, যা বাস্তবায়নে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার চলছে চরম অস্থিরতার মধ্যে, যেখানে ঊর্ধ্বমুখী প্রতিটি পণ্যের দাম। এতে নিম্নবিত্ত থেকে উচ্চ-মধ্যবিত্তদের জীবনে সংকট তৈরি হয়েছে, এবং তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায়, মোংলা বন্দরের সদস্য ও যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন নতুন এ কৌশলটি উদ্ভাবন করেছেন। তিনি জানান, এই মডেলটি কার্যকর করতে কোনো বাড়তি সরকারি অর্থ বা জনবল লাগবে না; বরং প্রতিটি স্তরে নিশ্চিত হবে জবাবদিহিতা।
মডেলটি বাস্তবায়নে গত ১৮ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে এটি কার্যকর করার জন্য ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়কে আবারও চিঠি পাঠানো হয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই মডেলের আওতায় প্রতিটি উপজেলায় দুটি করে কমিটি গঠন করা হবে। প্রথম কমিটিতে সরকারি কর্মকর্তা, কৃষক, হাটের সভাপতি ও সম্পাদক থাকবে, এবং দ্বিতীয় কমিটির সদস্য হিসেবে উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।