চন্দ্রদ্বীপ ডেস্ক :: জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে বিএনপিপন্থী শিল্পী হিসেবেই সবাই চেনে। আওয়ামী ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি বিএনপির পক্ষে অবস্থান নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে এর জন্য তাকে অনেক ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। গায়কের ক্যারিয়ার অনেকটা দ্যূতিহীন হয়ে পড়েছিলো, কিন্তু সম্প্রতি তিনি ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
গতদিন, গণআন্দোলনের একটি ভিডিওতে আসিফ তার ছেলে সহ গণসমাবেশে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন, “এই প্রজন্ম হারবে না।” এই বক্তব্যের জন্য আসিফের প্রশংসা করেছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি আসিফের সাহসিকতার প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছেন, কিন্তু নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া ইতিবাচক হয়নি।
নেটিজেনদের কিছু মন্তব্য ছিল, জয়কে চাটুকারিতা না করতে এবং দেশের জন্য কথা বলতে আহ্বান জানান। যদিও জয় নিজেকে ভুলে ক্ষমা চেয়েছেন, তবে তাকে নিয়ে সমালোচনা অব্যাহত আছে।
জয় একমাত্র শিল্পী, যিনি আন্দোলনে চুপ থাকার জন্য নিজের ভুল স্বীকার করেছেন, যা অন্যান্য আওয়ামীপন্থী তারকাদের মধ্যে দেখা যায়নি।