দেশের সংগীতাঙ্গনে দুই তারকা আসিফ আকবর ও ইমরান মাহমুদুল একত্রিত হয়ে নতুন গান ‘মন জানে’ উপহার দিয়েছেন শ্রোতাদের। এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা এবং একে অপরের কাজের প্রতি মুগ্ধতা দীর্ঘদিনের। তাদের একসঙ্গে কাজ করার এই মুহূর্তটি সংগীত প্রেমীদের জন্য এক আনন্দের খবর।
গানটির ভিডিও ইতোমধ্যে নির্মিত হয়েছে এবং এতে উপস্থিত থাকছেন এই দুই সংগীত তারকা। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এটি প্রকাশ করতে যাচ্ছে, যা সংগীতের ভিন্ন প্রজন্মের একত্রিত শক্তির সাক্ষী হতে চলেছে। আসিফ আকবর ও ইমরান মাহমুদুলের অগণিত ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
গানটির কাব্য রচনা করেছেন স্নেহাশীষ ঘোষ, সুর ও সংগীত দিয়েছেন ইমরান মাহমুদুল। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী এবং কম্পোজার। তার কাজের মধ্যে বাস্তববাদী পেশাদার মানসিকতা রয়েছে, যা খুবই প্রশংসনীয়। আমরা যে গানটি একসঙ্গে তৈরি করেছি, আশা করি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিবে।”
ইমরান মাহমুদুল গানটি সম্পর্কে বলেন, “ছেলেবেলা থেকেই আমি আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। তার গান শুনতে শুনতে আজ আমি তার সঙ্গে কাজ করতে পারছি, যা আমার জন্য অনেক বড় এক অনুভুতি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
গানটি ৫ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে শ্রোতারা গানটি শুনতে পারবেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম