চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা সরকারের লুটপাট ও পাচার করা অর্থ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব ছিল। তিনি অভিযোগ করেন, সরকার দেশের মানুষের স্বার্থের প্রতি নজর দেয়নি এবং বিদেশে নিজেদের আখড়া গড়ার জন্য এসব অর্থ ব্যবহার করেছে।
রোববার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি রেজাউল করিম বলেন, ভারতের ইসলামবিদ্বেষী সরকার মোদীর সঙ্গে আওয়ামী লীগের চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন করার কথা বলেন এবং দেশের ৯২ শতাংশ মুসলমানের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে বাদ দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা করেনি। বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, জনগণ আর দ্বিতীয়বার ভুল করবে না এবং যারা দেশের জন্য কাজ করবে তাদের সঙ্গেই থাকবে।