শিরোনাম

ইউনূস–মোদি বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Views: 16

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘে দেখা না হলেও আগামী নভেম্বরে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত বিমসটেকের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হতে পারে।’

সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্ক সফর করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী মোদিও এ সময় অধিবেশনে ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির গণমাধ্যমকে জানান, সময় না মেলায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি।

এর আগে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি এই বৈঠক করতে রাজি ছিলেন না। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিউইয়র্ক থেকে চলে যাচ্ছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখনও এখানে নেই, তাই এই উপলক্ষ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *