শিরোনাম

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে রাহাত ফতেহ আলী খান, আয় হবে শহীদ ও আহতদের পরিবারে সহায়তার জন্য

Views: 6

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক এক বিশেষ কনসার্ট। এই আয়োজনটি শহীদ ও আহতদের পরিবারের সহায়তা প্রদান করবে। কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম, যেখানে পাকিস্তানের খ্যাতনামা সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান তার সুরের জাদু নিয়ে অংশ নেবেন।

এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে সেনাবাহিনী এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছে। কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ও রাখা হয়েছে। আয়কৃত অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে, যা শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করছে।

এদিন, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট ও কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতায় থাকবে না। এছাড়া, জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেটও দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে দেওয়া হবে, তবে সেখানে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে যানবাহন চলাচল করবে।

এই কনসার্টে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলা। র‍্যাপ শিল্পী শেজান ও হান্নানও তাদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের রঙ আরো বাড়াবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *