শিরোনাম

ইতিহাসের তীব্র ঠান্ডায় জবুথবু চীন

Views: 49

চন্দ্রদীপ ডেস্ক : ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম শৈত্যপ্রবাহ বিরাজ করছে চীনে। এতে জবুথবু অবস্থা রাজধানী বেইজিংসহ বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে বলে রেকর্ড করেছে আবহাওয়া কেন্দ্র। ১১ ডিসেম্বরের ওই রেকর্ড ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে আজ পর্যন্ত দীর্ঘতম শৈত্যপ্রবাহ। খবর সিএনএনের।

অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও শূন্য ডিগ্রির কাছেই রয়েছে। ফলে ভারী তুষারপাতের কারণে সোমবার বন্ধ হয়ে গেছে উত্তর চীনের বেশির ভাগ রাস্তা। শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল করা হয়েছে ক্লাস। বন্ধ রয়েছে ট্রেনও।

গত রোববার বিকেলে রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানায়, বেইজিংয়ের নানজিয়াও আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে প্রথমবারের মতো। এতে বলা হয়, ১১ ডিসেম্বর প্রথমবার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়, যা স্থায়ী হয় ৩০০ ঘণ্টার বেশি সময়।

এ শক্তিশালী শৈত্যপ্রবাহ চলতি মাসে চীনের বেশির ভাগ অঞ্চলে প্রবাহিত হয়েছে। এমন পরিস্থিতিতে চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে একাধিক সিস্টেমে অচলাবস্থা দেখা দিয়েছে। স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনে গরমের ব্যবস্থা করতে হচ্ছে।

এদিকে বেইজিংয়ে ঠান্ডা আবহাওয়ার কারণে শহরের মেট্রো সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারময় পরিস্থিতিতে মেট্রো লাইনে দুই ট্রেনের সংঘর্ষে কয়েকশ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

উত্তর-পশ্চিম গানসু প্রদেশে চলতি মাসে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করেছে এই শৈত্যপ্রবাহ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *