বর্তমানে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কোটি কোটি ব্যবহারকারী এখানে নিজেদের ছবি, ভিডিও এবং রিলস শেয়ার করেন। এবার ইনস্টাগ্রাম নিয়ে এলো এক অভিনব এআই টুল, যা ব্যবহারকারীদের ভিডিও এডিটিংয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি এই নতুন ফিচার প্রদর্শন করেছেন। এই টুলের মাধ্যমে মাত্র একটি কমান্ডের সাহায্যে ভিডিওতে নিজের পোশাক, ব্যাকগ্রাউন্ড, এমনকি গয়নাও বদলে ফেলা যাবে। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো বিষয় লিখে দিলেই স্বয়ংক্রিয়ভাবে এডিট হয়ে যাবে ভিডিও।
মেটার এই টুলটি অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক বেশি উন্নত। এটি ভিডিওতে মোশন এবং আইডেন্টিটির উপর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। এর আগে অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা একইরকম এডিটিং টুল বাজারে এনেছিল, তবে মেটা দাবি করছে তাদের প্রযুক্তি অনেক এগিয়ে।
ইনস্টাগ্রামের এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও সম্পাদনাকে আরও সহজ এবং দ্রুততর করে তুলবে। ভিডিও নির্মাণে যারা নতুন, তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম