মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও মিউজিক অ্যাপ স্পটিফাইয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইনস্টাগ্রামে স্ক্রল করার সময় যদি কোনো গান আপনার মন কাড়ে, সেটি সরাসরি স্পটিফাই লাইব্রেরিতে সংযুক্ত করার সহজ পদ্ধতি এখন হাতের নাগালে।
ইনস্টাগ্রামের নতুন ফিচারের মাধ্যমে পছন্দের গানকে সরাসরি স্পটিফাই প্লেলিস্টে যুক্ত করা যাবে। রিলস বা স্টোরিজে শোনা যে কোনো গানের পাশে থাকা মিউজিক আইকনে ক্লিক করলেই ‘অ্যাড’ অপশন দেখাবে।
কীভাবে কাজ করবে এই ফিচার?
১. ইনস্টাগ্রামে রিলস বা স্টোরিজ স্ক্রল করার সময় গানটি ভালো লাগলে মিউজিক আইকনে ট্যাপ করুন।
২. ‘অ্যাড টু স্পটিফাই’ অপশন পেয়ে যাবেন।
৩. প্রথমবার এটি করতে গেলে ইনস্টাগ্রাম আপনাকে স্পটিফাই অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলবে।
৪. লিঙ্ক করার জন্য ‘লিঙ্ক স্পটিফাই’ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করুন এবং শর্তাবলীতে সম্মতি জানান।
৫. একবার লিঙ্কড হয়ে গেলে, আপনার পছন্দের গানটি সরাসরি স্পটিফাই প্লেলিস্টে যুক্ত হয়ে যাবে।
গানপ্রেমীদের জন্য সুবিধা
এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম ও স্পটিফাইয়ের ব্যবহার আরও সহজ ও উপভোগ্য হবে। যদিও ইনস্টাগ্রামে সরাসরি প্লেলিস্ট দেখার অপশন এখনও নেই, তবে এই নতুন ফিচার ব্যবহারকারীদের গান খুঁজে পেতে এবং সংরক্ষণ করতে অনেকটাই সুবিধা দেবে।