চন্দ্রদ্বীপ নিউজ :: পাকিস্তানে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান সরকারের দাবি, তারা ইন্টারনেটের গতি কমায়নি। বরং ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটের গতি কমে গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এদিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন দেশটির ফ্রিল্যান্সাররা। একজন ফ্রিল্যান্সার নাম না প্রকাশের শর্তে জিও টিভিকে বলেন, ‘আমরা কঠিন সমস্যায় আছি। ফ্রিল্যান্সিং কমিউনিটির বহু মানুষ দীর্ঘ মেয়াদে ক্লায়েন্ট হারানোর ঝুঁকিতে রয়েছেন। হোয়াটসঅ্যাপে আমরা কোনো ফাইল পাঠাতে পারিনি, আবার আমাদের কাছে পাঠানো ফাইলও ডাউনলোড করতে পারিনি।’