বরিশাল অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে খাস জমিতে অবৈধ স্থাপনা করায় উচ্ছেদ অভিযান করেন উপজেলা প্রশাসন। দুইদিন ব্যাপি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ব্ক্কর সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ।
রবিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার টগড়া ফেরিঘাট এলাকায় টগড়া মৌজার ১নং খাস খতিয়ানে রাস্তা শ্রেণির দাগের উপর দুই পাশে থাকা ৩৩টি দোকান উচ্ছেদ ও ৩টি দোকান সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয় । এই মহাসড়ক দিয়ে পিরোজপুর পাথরঘাটা হয়ে কুয়াকাটা পর্যন্ত শত শত যানবাহন ও পন্যবাহী যান চলাচল করে ।
প্রতিনিয়ত ফেরিঘাটের দুই পাশের দোকানগুলোর কারনে ফেরিতে উঠানামায় চরম ভোগান্তির স্বীকার হতে হয় । এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, রাস্তা শ্রেনির দাগের নদী শ্রেণি দাগের উপর মোট ০.৬৫০ একর জমি উদ্ধার করা হয়েছে । তারা দীর্গদিন ধরে অবৈধভাবে স্থাপনা করে জনগনের ভোগান্তি সৃষ্টি করেছে । জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে ।