শিরোনাম

ইমরান খানের দলের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Views: 35

চন্দ্রদীপ নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে ইসলামাবাদে তার বাসা থেকে শনিবার (১৯ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে—এমন কূটনৈতিক নথির চলমান তদন্তের ক্ষেত্রে কুরেশিকে তার ইসলামাবাদের বাসভবন থেকে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) হেফাজতে নিয়েছে।

পিটিআইও নিশ্চিত করেছে, দলের এ নেতাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফেডারেল রাজধানীতে এফআইএ সদর দপ্তরে স্থানান্তর করা হচ্ছে।

কুরেশি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি কারাবন্দি দলের প্রধান ইমরান খানের স্থলাভিষিক্ত হওয়ার জন্য দলের নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *