শিরোনাম

‘ইমাম মাহমুদের কাফেলা’র ৯ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Views: 125

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার ‘ইমাম মাহমুদের কাফেলা’ এর ৯ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন। এদের মধ্যে আসামি ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। বাকীদের মৌলবিবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- শাপলা ও মেঘলা আক্তার। এরমধ্যে আসামি শাপলার দুগ্ধপোষ্য দেড় বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে এবং আসামি মেঘলার দুগ্ধপোষ্য এক বছর বয়সী মেয়েসহ হাজতে পাঠানো হয়।

রোববার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯ আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন। অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত ৯ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *