চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ৭ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বিভাগ। অভিযোগ রয়েছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলো। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, ইসরায়েলের মুখ্য গোয়েন্দা সংস্থা শিন বেট ও পুলিশ এই তথ্য জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মোট সাত ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে।
এই সাতজন উত্তর ইসরায়েলের বাসিন্দা। তাদের মধ্যে, কেউ কেউ থাকতেন হাইফা শহরে। তদন্তে জানা যায়, এ সাতজন ইসরায়েলি সামরিক ঘাঁটি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইরানের কাছে সরবরাহ করছিলেন।
ইসরায়েলি তদন্তে দেখা গেছে, এই গোষ্ঠীটি দুই বছর ধরে ‘আলখান ও ওরখান’ নামে পরিচিত দুই ইরানি এজেন্টের নির্দেশে বিভিন্ন মিশন পরিচালনা করেছে।