চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের হামলার আশঙ্কায় ইসরাইলি সামরিক বাহিনীতে ছুটি বাতিল করেছে ইসরাইল। মঙ্গলবার সিরিয়ায় তিন জেনারেলকে হত্যার প্রতিবাদে ইরানের হুমকির ফলে এই আশঙ্কা তৈরি হয়েছে। সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটি। বাতিল করেছে সামরিক বাহিনীর সকল কমব্যাট ইউনিটের ছুটি। বৃহস্পতিবার তাদের ছুটি বাতিল করা হয়।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, উদ্ভূত পরিস্থিতির বিবেচনায় সামরিক বাহিনীর সকল কমব্যাট ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে গাজা যুদ্ধের উত্তেজনা পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে।ইরানের সর্বোচ্চ নেতা মঙ্গলবার ঘোষণা করেছেন, দামেস্কে ইরানি দূতাবাসের কম্পাউন্ডে দুই জেনারেলসহ আইআরজিসি সদস্যদের হত্যার জন্য ইসরাইলকে শাস্তি দেয়া হবে।
দামেস্কে কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানি জেনারেলদের হত্যার দায় স্বীকার করেনি ইসরাইল। তবে কারোরই সন্দেহ বাকি নেই যে এটি ইসরাইলেরেই কাজ। সেজন্যই ইরান ওই হামলার হুমকি দেয়।
ইসরাইল ইরানের এই হুমকিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে। তারা ম্যান এয়ার ডিফেন্স অ্যারেতে রিজার্স্টদের ডেকেছে। তারা আশঙ্কা করছে যে হুমকিটা প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপের মধ্য দিয়েই প্রতিফলিত হতে পারে।
এছাড়া দখলদার দেশটি বিভিন্ন দেশে অবস্থিত তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তাও জোরদার করেছে।