শিরোনাম

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলল রাশিয়া

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর রাশিয়া বলেছে, ইরান ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ‘‘বিস্ফোরক সম্প্রসারণ’’ ঘটতে পারে। এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করে দিয়েছে মস্কো। একই সঙ্গে সংঘাতের অবসানে উভয়পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে রাশিয়া।

শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান-সহ তিনটি প্রদেশে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার পর ইসরায়েল তেহরানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইরান যদি আবারও প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে সেজন্য তাদের চড়া মাশুল দিতে হবে। পাশাপাশি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংঘাতের বিস্তার না ঘটাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তিনি ওই অঞ্চলে চলমান উত্তেজনার বিস্ফোরক বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতার অবসান এবং ঘটনার বিপর্যয়কর পরিস্থিতিতে মোড় নেওয়ায় বাধা দেওয়ার আহ্বান জানাই।’’

মারিয়া জাখারোভা বলেছেন, ‘‘ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপে উস্কানি দেওয়া বন্ধ এবং উত্তেজনার অনিয়ন্ত্রিত সম্প্রসারণ থেকে বেরিয়ে আসা প্রয়োজন।’’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিশ্বের উদীয়মান পাঁচ দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে বলেছেন, আঞ্চলিক দুটি হেভিওয়েট পক্ষের মাঝে সৃষ্ট উত্তেজনা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

রাশিয়ার এই নেতা বলেছেন, ‘‘ইসরায়েল এবং ইরানের মাঝে সংঘর্ষের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’’

তেহরানের সাথে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে রাশিয়ার ব্যাপক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

সূত্র: এএফপি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *