Views: 46
চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে প্রাণঘাতী জোড়া বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলায় নিহতের সংখ্যায় আবারও সংশোধন এনেছে ইরান। আগে প্রকাশিত সংখ্যা থেকে প্রাণহানির সংখ্যা কমিয়ে দেশটি বলেছে, হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।