চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে হামলা নয়, কৌশলে দেশটির চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসরাইল। গত সপ্তাহে ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, জেরুজালেম ও ওয়াশিংটনের মধ্যে এ বিষয়ে সমন্বয় অব্যাহত থাকায় এখনো কোনো বড় সিদ্ধান্ত নেয়া হয়নি।
একটি ইসরাইলি সূত্র টাইমস অফ ইসরাইলকে বলেছে, প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করার ইচ্ছা ইসরাইলের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা অব্যাহত রয়েছে।
চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া হয়নি। প্রয়োজনে মন্ত্রীদের ফোনে এ ধরনের ব্যবস্থা অনুমোদন করতে বলা হতে পারে।
সূত্র : টাইমস অফ ইসরাইল