সোমবার (২৯ জানুয়ারি) ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্টে দেখা গেছে, ২০৮ বিলিয়ন বা ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। আর ২০৪ দশমিক ৭ বিলিয়ন বা ২০ হাজার ৪৭০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন বা ১৮ হাজার ১৩০ কোটি ডলার। ১৪২ দশমিক ২ বিলিয়ন বা ১৪ হাজার ২২০ কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন পঞ্চম স্থানে। তার সম্পদের পরিমাণ ১৩৯ দশ ১ বিলিয়ন বা ১৩ হাজার ৯১০ কোটি ডলার।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যেখানে এলভিএমএইচ’র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ। আর্নল্টের সম্পত্তি এক দিনেই বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৬ বিলিয়ন বা ২ হাজার ৩৬০ কোটি ডলার। অন্যদিকে, ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার খুইয়েছেন মাস্ক। তাতেই ইলন মাস্ককে পিছনে ফেলেছেন আর্নল্ট।
এলভিএমএইচের সিইও আর্নল্ট গত চার দশক ধরে বিলাসবহুল ব্রান্ডের সাম্রাজ্য তৈরি করেছেন। তার সংস্থার অধীনে রয়েছে লুই ভুতোঁ, ডিওর, সেফোরা ট্যাগ, ডোম পেরিনন, ফেন্ডি, টিফিন অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি ও সেলিনের মতো ব্রান্ড। গত এপ্রিলেই এলভিএমএইচ প্রথম ইউরোপিয়ান কোম্পানি হয়ে উঠেছিল, যার মার্কেট ভ্যালু বা ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার পার করেছে।
এদিকে, বিশ্বের শীর্ষ দশ ধনীর নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। অবশ্য, ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। একই সঙ্গে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা ধরে রেখেছেন তিনি। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন ১৬ তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন বা ৭ হাজর ৯২০ কোটি ডলার।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার লিস্টে শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন-
১. বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার, মোট সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন
২. ইলন মাস্ক, মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস, মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার
৪. ল্যারি এলিসন, মোট সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার
৫. মার্ক জুকারবার্গ, মোট সম্পদের পরিমাণ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার
৬. ওয়ারেন বাফেট, মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ২ বিলিয়ন ডলার
৭. ল্যারি পেজ, মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ১ বিলিয়ন ডলার
৮. বিল গেটস, মোট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন, মোট সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার
১০. স্টিভ বলমার, মোট সম্পদের পরিমাণ ১১৮ দশমিক ৮ বিলিয়ন
সূত্র: দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার, ফোর্বস