চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় বরিশাল আদালত চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা আইনি হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেন এবং পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় ইসকনকে একটি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেন তারা। পাশাপাশি, তারা অভিযোগ করেন যে, এই হামলার পেছনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদদ রয়েছে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলেন।
এদিকে, একই দিনে দুপুর ১২টায় বরিশালের ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। তারা নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ মিছিলও করে।
এছাড়া, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম