ঢাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বরিশালের নগরীস্থ অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরিশালের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে অংশ নেন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
এ সময়, দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিতে হামলা ও সহিংসতার প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে উপস্থিত বক্তারা প্রতিবাদী বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সনাতনী জাগরণ জোট নেতা মানষ ঘড়াল, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ করায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অবিলম্বে তার মুক্তি কামনা করে প্রতিবাদ জানান।
এছাড়া, বক্তারা আরো বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ইসকনের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ দুটি ব্যক্তিকে গ্রেফতার করে।
গত সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
বক্তারা বলেন, এই গ্রেফতারি অভিযানে ন্যায়বিচারের অভাব রয়েছে এবং তারা সরকারের প্রতি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানান।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম