চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করায় আদালত তা মঞ্জুর করেননি।
গত ২৫ নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এটি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেননি।
চিন্ময়ের পক্ষে আজ শুনানিতে উপস্থিত ছিলেন ১১ জন আইনজীবী। তারা সুপ্রিম কোর্ট থেকে আসা একটি বিশেষ আইনি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।
এর আগে ৩ ডিসেম্বরের শুনানিতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত আজ (২ জানুয়ারি) পুনরায় শুনানির দিন নির্ধারণ করেন। চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগেও তিনবার আবেদন করলেও ওকালতনামার জটিলতার কারণে শুনানি এগিয়ে আনতে পারেননি।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম