শিরোনাম

ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিলেন বাইডেন

Views: 33

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান থেকে আসা সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোনালাপে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছেন।

বাইডেনের সঙ্গে ওই ফোনকলের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বাইডেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি থেকেও ইসরাইলকে রক্ষা করবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *