মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন হুমকি দিয়ে আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ‘লোহিত সাগরে আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং ইসরায়েলি জাহাজ খুঁজছি। বিশেষ করে ইয়েমেনের আঞ্চলিক সামুদ্রিক অঞ্চল বাব আল-মানবাব প্রণালীতে কোনো ইসরায়েলি জাহাজের দেখা মিললেই হামলা চালানো হবে।’
এর আগে মঙ্গলবার দখলদার ইসরায়েলের বন্দর নগরী ইলাতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই নগরীতে এর আগে হুথি বিদ্রোহিরা হামলা চালিয়েছিল।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর গাজা উপত্যকা লক্ষ্য করে নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। অব্যাহত এসব হামলায় হাজার হাজার সাধারণ ফিলিস্তিনি নিহত হওয়ার পর— ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দেয় হুথিরা। সেই ঘোষণা অনুযায়ী ইলাতে তারা হামলা চালায়ও।
এছাড়া ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সীমান্ত অঞ্চলে নিয়মিতভাবে ইসরায়েলি সেনাদের অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহত এবং নিহত হয়েছেন। এছাড়া গাজার সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তেও ইসরায়েলিদের সতর্ক থাকতে হচ্ছে।
সূত্র: আল জাজিরা