শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননের ৩ সেনা নিহত, ক্ষমা চাইলো ইসরায়েলি সামরিক বাহিনী

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিনজন সেনাকে হত্যা করার পর ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (২০ অক্টোবর) ইসরায়েলি বাহিনী লেবাননের সেনাবাহিনীর একটি গাড়িতে বিমান হামলা চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সাথে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে “লক্ষ্য” করে হামলা চালায়। এতে তিনজন সেনা সদস্য নিহত হন।

এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা লেবাননের সেনাবাহিনীর সাথে লড়াই করছে না। তাদের সৈন্যরা বিশ্বাস করেছিল যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছে। এছাড়াও, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *