চন্দ্রদ্বীপ ডেস্ক: দখলদার ইসরায়েলের বর্বর হামলায় নিজের পা হারিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক খালেদ আল-সাঈদি। তবে এতেও দমে যাননি তিনি। সুস্থ হয়ে কৃত্রিম পা নিয়ে অন্যদের চিকিৎসা সেবায় নেমে পড়েছেন তিনিl
শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে এই চিকিৎসক বলেন, “আমি গত ২৩ বছর মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের শিশু বিভাগে কাজ করেছি। আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আহত হই। আগে থেকেই আমার ডায়াবেটিস ছিল, আমার ক্ষতস্থানটি এতটাই মারাত্মক অবস্থায় চলে যায় যে, আমার পা কেটে ফেলতে হয়।”
পা কাটার ছয় মাস পর তিনি আবারও শিশু বিভাগের জরুরি বিভাগে ফিরেছেন। তিনি বলেন, “চিকিৎসা সেবায় ফিরতে পারা আমার জন্য আরেকটি মাইলস্টোন। যদিও আমি আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারি না।”