শিরোনাম

ইসরায়েলি হামলার হুমকির মুখে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ

Views: 31

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেয়ার পর হিজবুল্লাহ গ্রুপ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে।
হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই কথা জানিয়েছে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোঁড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর দেশটি রোববার এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়।
যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে  বলেছে, লেবাননে যে কোন নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি কেবিনেট বৈঠক ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে এর জন্যে চড়া মূল্য দিতে হবে। যা আগে কখনও তাদের দিতে হয়নি।
একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেয়ার কথা জানান।
ইসরায়েল গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার জন্যে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে।
তবে হিজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *