চন্দ্রদ্বীপ ডেস্ক: পশ্চিমা দেশগুলোকে আর আগের মতো পাশে পাচ্ছেনা ইসরায়েল। যদিও দেশটিতে ইরানের হামলার পর বেশ প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তররাজ্যসহ বেশ কয়েকটি দেশ। কিন্তু গাজা ও ইউক্রেন ইস্যুতে মার্কিন দ্বি-মুখী নীতি ক্রমশ. স্পষ্ট হওয়ায় ইসরোয়েলও দিন দিন বন্ধুহীন হয়ে পড়ছে। এদিকে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর ৩২টি দেশকে ইরানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে নেতানিয়াহুর চিঠিও তেমন সাড়া ফেলেনি। এরই মধ্যে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামলা ইস্যুতে নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিল দেশটিকে সর্বাত্বক সহায়তা করে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশের বিরোধিতার কারণে এই প্রস্তাব ব্যর্থ হয়।
ইসরায়েলে হামলা: নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ব্যর্থ
Views: 42