গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির তিনি তার ক্ষমতার সবকিছুই করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এর মানে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয়।
চলতি সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, জিম্মিদের উদ্দেশে তার বার্তা হলো ‘‘সেখানে থাকুন, আমরা আসছি।’’ কিন্তু তিনি এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হলে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘‘আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হল, আমি আপনাদের মুক্ত করার জন্য আমার ক্ষমতার সবকিছুই ব্যবহার করছি। আপনাদের সহায়তা করতে, আপনাদের মুক্ত করতে আসছি। তবে আমি সেখানে সেনা পাঠাতে চাই না… আমি সামরিক বাহিনীর কথা বলি নাই।’’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি এই ইস্যুতে ক্রমাগত কাজ করছেন। তিন বছর বয়সী আমেরিকান শিশুসহ অন্যান্য জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত তিনি থামবেন না।’’
গত ৭ অক্টোবর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ওই দিন ইসরায়েলের এক কনসার্টে হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা দুই শতাধিক মানুষকে হত্যা করে। একই সঙ্গে আরও ২৪০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গিয়ে গাজায় জিম্মি করে হামাস। হামাসের এই হামলার প্রতিশোধে উপত্যকাজুড়ে তখন থেকে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের চলমান হামলায় উপত্যকায় সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ গেছে এক হাজার ২০০ জনের বেশি ইসরায়েলির।
জিম্মিদের মুক্ত করতে হামাসের সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মধ্যস্থতা করছে উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ কাতার। দেশটিতে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে। মঙ্গলবার কাতারের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি এবং তিন দিনের বিরতির শর্তে এক চুক্তিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।
জো বাইডেন বলেন, হামাস গাজা উপত্যকার একটি হাসপাতালে তার সামরিক সদর দপ্তর পরিচালনা করে যুদ্ধাপরাধ করছে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্রের এক বিবৃতির পুনরাবৃত্তি করে তিনি এই মন্তব্য করেন। আর এই বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েল। এই হাসপাতালে ইসরায়েলের সীমিতসংখ্যক সৈন্য বন্দুক নিয়ে গেছেন। সেখানে তারা কার্পেট বোমা হামলা করেন নাই।
বাইডেন বলেন, ‘‘তিনি নেতানিয়াহুকে বলেছেন যে, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ছাড়া এই যুদ্ধের অবসান ঘটবে বলে মনে করেন না তিনি। আমি এটা ইসরায়েলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। তারা যদি গাজা দখল করে সেটি হবে আরও বড় ভুল।’’
সূত্র: রয়টার্স।