হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফজ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের দুই হাজার মানুষের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাই তাদের রক্তে পাওয়া স্বাধীনতাকে বৃথা যেতে দেব না।
শনিবার (২৩ নভেম্বর) রাতে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মাওলানা মামুনুল হক বলেন, তাগুতের (আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা) সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করা মুসলিম জাতির জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দুঃখের বিষয় হচ্ছে, এই বিষয়টি পরিস্থিতির শিকার হয়ে আমরা এড়িয়ে যাই। এখন ঈমানকে জাতির সামনে দ্ব্যর্থহীনভাবে তুলে ধরার সময় এসেছে।
মামুনুল হক আরও বলেন, এখনো যদি আমরা তাগুতের বিরুদ্ধে কণ্ঠ খুলে কথা না বলতে পারি, তাহলে আল্লাহর জমিনে তাওহিদ প্রতিষ্ঠা করতে পারবো না। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাগুতের ওপর বিশ্বাস ও আল্লাহর ওপর ঈমান কোনোদিনও এক হতে পারে না।
মহাসম্মেলনে প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসুল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী, বিশেষ মেহমান ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম